ফিরে আসা
চুপ থাকো
কিভাবে নিজেকে আকো
তোমার কি মনে হয় জীওনে আমার অসংখ্য ছেলে!
তোমাকে হারিয়েছি তার মানে এই না তুমি ফিরে এসেছো আর আমাকে এখনি পেলে।
লাজ নেই লজ্জা নেই কি বেহায়া ছেলে তুমি
ভেবেছ কি রাজি হয়ে যাব বলবো তুমি আমার সোয়ামী
ধ্যাত নাই আর কোন কিছুই বলার আমার বেয়াদব কোথাকার!
চুপ থাকো তুমি তোমাকেই চাই বারেবার।
Comments
Post a Comment