আজকাল একাকিত্ব ভর করেছে কাব্যের । এত মানুষ অথচ কাওকে একটু বলার উপায় নেই আজ ওর মন খারাপ। আত্নহত্যার মত জীবিতহত্যার রসকষহীন কাঠখোট্টা জীবনের পরিবর্তনপ্রত্যাশায় কাব্য।
হটাত আকস্মিকভাবে ওপাশ থেকে মিমি ডাক দিয়ে বসল এই কাব্য কেমন আছো?
ওপাশ ফেরে কাব্য অবাক নয়নে মিমির দিকে একপলকে তাকিয়ে রইল।
Comments
Post a Comment