নেশার খেয়ালে দেখি আমি তুমি থাকো সব জায়গায়

কিছু  খাই না  আমি কি এমন নেশা শুধু রাত জাগায়

তোমার ভালোবাসা আজো আমাকে  দূরে অজানায় ভাগায়।

তোমার দন্তপাটি অতুলনীয় পাখি

তোমাকে যত দেখী ক্লান্ত  হয়না এই আখি

তোমার তুলনা তুমি নিজেই ওগো সুহাসিনী

তোমায় দেখে গান মনে চলে আসে মনে উত্তর  পাড়ার রাগিনীর

উৎফুল্ল  কোলাহল  মুক্ত  বাতাস তুমি

তোমাকে যত দেখি হয় না মন ক্লান্ত অগো ভালবাসার  প্রমি!

এমন কি নেশা তুমি ছড়ালে হয় না তো শেষ 

তোমায় নিয়ে কল্পনার  সংসার এই তো বেশ!

এভাবেই চলুক  কাটবেনা অফুরন্ত  তোমার ভালোবাসার রেশ!

ভালো থাকো আমার ভালোবাসা  নীলগাই

নেশার খেয়ালে তোমাকে দেখি প্রতিদিন সবজায়গায়। 

Comments

Popular posts from this blog

তুমির অভাবে

সিনথিয়া ভালো নেই

হতে চাই জামাই