নীরব মুক্তি
তোমার নামে লেখা ডায়েরিটা আজ বন্ধ করে দিলাম,
তোমার ছবি রাখা ফ্রেমটা খুলে জানালার পাশে রেখে দিলাম,
যাতে বাতাস এসে নিয়ে যায় যতটুকু তুমি এখনো রয়ে গেছো আমার ঘরে।
আমি আর কাঁদি না,
তুমি ফিরে আসবে কি না,
তা নিয়েও ভাবি না।
তুমি চলে গেছো,
তোমার চলে যাওয়া আমার কোনো প্রশ্ন জাগায় না এখন।
শুধু একরাশ শূন্যতা বুকে চেপে আমি হাঁটি—
চুপচাপ, শব্দহীন।
ভালোবাসা মানে কি শেষমেশ কেবল বোঝা টানার নাম?
নাহ, এখন আর আমি তেমনটা ভাবি না।
ভালোবাসা মানে হয়তো কখনো কখনো
তাকে ছেড়ে দেওয়াও—
যাকে সবচেয়ে বেশি চেয়েছিলাম নিজের করে।
তুমি ভালো থেকো,
আমি দোয়া করি,
তোমার আকাশে যেন আর কোনো মেঘ না জমে।
আমার আকাশে এখন কেবল নীরবতা—
আর তার মধ্যেই আমি খুঁজে পেয়েছি
আমার মুক্তি।
Comments
Post a Comment