সুরের ছন্দে
সুরের ছন্দে ভেসে চলে মন,
দূর অজানায় ডাকে কোনো ধ্বনি,
বৃষ্টির সুরে, বাতাসের তানে—
হৃদয়ের কথা বলে এক চেনা বাণী।
তোমার চোখে যে ঝরার গান,
তাকেই গেঁথেছি সুরের টানে,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
হারিয়ে যাই আমি তানপুরার তানে।
বিষাদের ভিতরেও লুকিয়ে থাকে
এক চিলতে রাগ, এক ঝলক আলো,
তুমি যখন সুর হয়ে বাজো,
জগতটা লাগে অদ্ভুত ভালো।
চাই শুধু বাজুক এ গান অনন্ত,
ভালোবাসা থাকুক ছন্দের অন্তরালে,
সুরে সুরে গাঁথা থাকুক স্মৃতি,
প্রতিটা মুহূর্ত গানে রয়ে যাক চিরকাল।
Comments
Post a Comment