অত:পর তুমি
মনের কথা বলতে গেলেই বলো —
“রান্নাঘরে আছি প্রিয়,”
চুলার ধোঁয়ায় হারায় কথা,
মন পড়ে থাকে নীরব নিরালায় বিয়ো।
তুমি নুনে-মরিচে সাজাও প্রেম,
ভাতের মতো ফুটে ওঠে দিন,
আমি খুঁজি তোমার চোখের দিক,
যেখানে লুকায় অনামা ঋণ।
রান্নার এত সুস্বাদু খাবার বানাও,
তবুও মনটা খালি খালি,
আমার মনের ঘ্রাণ কি বুঝ না তুমি,
ভালোবাসা যে তোমার থালায় ঢালি।
তোমার চুলার আগুনে জ্বলে
আমার অনুচ্চারিত আবেদন,
তুমি হাসো, আমি গলতে থাকি—
রান্নাঘরের প্রেম, নীরব বন্দন।
Comments
Post a Comment